বিছানাটা বদলে নিও,
এখানে একদিন আমি শুয়ে ছিলাম।
একদিন আমি শুয়ে ছিলাম এখানে।
আমার শোয়া মানে, রুক্ষ বর্ষা থেকে রক্তপাত,
ঝালর পর্দার ভেতর থেকে নিভে যাওয়া চিমনির
ধোঁয়ায় ধীরে ধীরে রাত হতে দেখা।
একবার তৃষ্ণার্ত আমাকে ফিরে আসতে দাও বনভূমে,
কথা দিলাম, ভুলে যাব জলাসয়।
তারপর রেখো?
রেখো, খোলা নোঙ্গর চাবুকের রাত.
রেখো, বিদীর্ন করা ছায়াপথ।
যত আশ্বিনে যাবে,
ঢিল ছোড়া, এক রাত দুরত্বে শহর।
Comments